ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অতিথি রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
অতিথি রিয়ালের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে রায়ো ভালকানোর ঘরের মাঠে গিয়ে জয় কুড়িয়ে নিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো আর জেমস রদ্রিগেজের গোলে জয়ের দেখা পায় অতিথিরা।



ম্যাচের শুরু থেকে বেশ কিছুটা এলোমেলো হয়ে খেলতে থাকে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি শুরুর একাদশে নামা ইকার ক্যাসিয়াস, কারভাজাল, ভারানে, রামোস, মার্সেলো, মদ্রিচ, ক্রুস, রদ্রিগেজ, গ্যারেথ বেল, রোনালদো আর করিম বেনজেমারা। আক্রমণভাগের পাশাপাশি রিয়ালের মধ্যমাঠেও চোখে পড়ার মতো দুর্বলতা দেখা যায়।

বিরতির পর যেনো নিজেদের খোলস ছেড়ে বের হয় রিয়াল। খেলার গতি বাড়িয়ে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন রোনালদো। কারভাজালের অ্যাসিস্টে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যেতে গোলটি করেন রোনালদো। ১-০’তে এগিয়ে যাওয়া রিয়াল পরের গোলটি পায় ৭৩ মিনিটের মাথায়। ব্যবধান বাড়ানো গোলটি করেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। রোনালদোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন রদ্রিগেজ।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে রায়ো ভালকানোর মাঠ ত্যাগ করে রিয়াল মাদ্রিদ।

এ জয়ের ফলে, পয়েন্ট টেবিলের দুইয়েই থাকতে হচ্ছে রিয়ালকে। ৩০ ম্যাচে মোট ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পরে রয়েছে রিয়াল। সমান ম্যাচ খেলে বার্সার সংগ্রহ ৭৪ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।