ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ন্যুয়ারে’র কল্যাণে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ন্যুয়ারে’র কল্যাণে সেমিতে বায়ার্ন সংগৃহীত

ঢাকা: ডিএফবি-পোকালে বায়ার লেভারকুসানকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বায়ার্ন। বুন্দাসলিগার পর জার্মানের দ্বিতীয় সেরা এই আসরে খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোন গোল না হলে পেনাল্টি শটে গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারের কল্যানে ৫-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।



এ ম্যাচের শুরু থেকে কয়েকটি সুযোগ পেলেও গোল মিসের মহরায় ব্যস্ত থাকে বায়ার্ন। তবে প্রথমার্ধ গোলের কয়েকটি ভালো সুযোগ তৈরী করে ঘরের মাঠ বেএরিনায় খেলা লেভারকুসান।

খেল‍ার দ্বিতীয়ার্ধেও দু’দলের গোলশুন্য থাকলে খেলা গড়া অতিরিক্ত সময়ে। তবে এতে কোন গোল না হলে ট্রাইবেকারের বাঁশি বাজায় রেফারি।

পেনাল্টি শটে প্রথমেই গোল করে সফরকারি বায়ার্নকে লিড এনে দেন থমাস মুলার। তবে লেভারকুসানের হয়ে প্রথম শট করতে আসা জোসিপ ড্রামিকের শটটি দারুণ দক্ষতায় রুখে দেন জার্মান জাতীয় দলের গোলরক্ষক ন্যুয়ার। এই মিসের কারণেই মূলত হার বরণ করেতে হয় স্বাগতিকদের।

কারণ বায়ার্নের পরবর্তী চারটি শটেই গোল করেন যথাক্রমে রবার্ট লেন্ডোভস্কি, জাভি আলোনসো, মারিয়ো গোতজে ও থিয়াগো আলকান্ত্রা। লেভারকুসান ফুটবলাররা তিনটি গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

আর এরই সঙ্গে ৫-৩ গোলে জিতে আসরের শেষ চারে পৌছে যায় শেষ ১৬ ম্যাচে না হারা বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।