ঢাকা: ব্রাজিল তারকা দানি আলভেজকে নিয়ে অনেক জল ঘোলা করার পর কাতালান ক্লাব থেকে জানানো হয়েছে বার্সেলোনাতেই তারা ব্রাজিলের এ ডিফেন্ডারকে রাখতে চান। আলভেজের এজেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৬ মে ৩২ বছরে পা দেবেন দানি আলভেজ। এ মৌসুমেই বার্সা তাকে ছেড়ে দিতে পারে বলে যে গুঞ্জন উঠেছিল আপাতত তার সমাপ্তি ঘটল। বার্সার সঙ্গে আলভেজের চুক্তির নবায়ন ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে তার এজেন্ট।
সম্প্রতি কাতালান ক্লাবটি আলভেজকে ছেড়ে দিতে চাইলে ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ক্লাবে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে। এছাড়া ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই আলভেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়। তবে, সবকিছু ঠিক থাকলে ক্যাম্প ন্যু’তেই থাকছেন সেভিয়ার সাবেক এ তারকা।
দানি আলভেজের এজেন্ট জানিয়েছেন, আমি মঙ্গলবার প্রথমবার ক্লাবের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছি। পরের দিন দ্বিতীয়বারের মতো আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে নতুন চুক্তির জন্য প্রস্তাব দিয়েছেন। তবে, আমরা এখনও তাদের কোনো সিদ্ধান্ত জানাইনি।
তিনি যোগ করেন, আমরা আরও কয়েকবার সাক্ষাৎ করতে চাই। এরপর সিদ্ধান্ত নিতে চাই আলভেজ বার্সাতে থাকবেন কি না। বার্সা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে পরের সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে। সেখানেই হয়তো আলভেজের নতুন চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে সব সময়ই আলভেজ জানিয়ে আসছিলেন বার্সাতেই তিনি খুশি। তবে ঠিক কি কারণে স্পেন ক্লাবটি আলভেজকে দলে রাখতে চাইছিল না তা এখনও জানা যায়নি। বার্সার হয়ে আলভেজ চারবার লা লিগার শিরোপা আর দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এমআর