ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিরোপায় চোখ সুয়ারেজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
শিরোপায় চোখ সুয়ারেজের লুইস সুয়ারেজ

ঢাকা: লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেও আত্মতৃপ্তিতে ভুগতে নারাজ লুইস সুয়ারেজ। বরং, মানসিক মনোবল বজায় রেখে মৌসুম শেষ করতে চান এ উরুগুইয়ান স্ট্রাইকার।



ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন সুয়ারেজ। ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এ ম্যাচ জিতে আমরা পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছি। শিরোপা জিততে হলে এর কোনো বিকল্প নেই। মানসিকভাবে দলের সবাইকে শক্ত থাকতে হবে। একটু হোঁচট খেলেই শীর্ষস্থান হারানোর শঙ্কা থাকবে। ’

মৌসুম শেষ হতে এখনো আট ম্যাচ বাকি। এ প্রসঙ্গে সুয়ারেজের অভিমত, ‘সামনের প্রত্যেকটি ম্যাচই কঠিন হবে। আমাদেরকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এ সময়টাতে চাপ থাকাটাই স্বাভাবিক। তবে, চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে লিগ শিরোপা আমাদের হাতেই উঠবে। ’

উল্লেখ্য, বার্সার হয়ে স্প্যানিশ লিগের এ মৌসুমে ইতোমধ্যেই ১০ গোল পূরণ করেছেন সুয়ারেজ। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ২১টি। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৬টি গোল করেছেন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।