ঢাকা: পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে শিশুদের আদর্শ বা রোল মডেল বলে খেতাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো। তার মতে বিশ্বের অনেক শিশু রোনালদোকে দেখে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে, তাকে অনুসরণ করছে।
রায়ো ভায়োকানোর বিপক্ষে রোনালদো তার ৩০০তম গোল পূর্ণ করেছেন। লা লিগার মৌসুম শেষ না হতেই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো রয়েছেন শীর্ষে।
বুত্রাগুয়েনো পর্তুগিজ অধিনায়ক প্রসঙ্গে বলেন, ক্রিস্টিয়ানো সব সময়ই স্কোর করতে চায় (গোল করতে চায়)। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চায়। আর এসব কিছু শিশুরা বেশ পছন্দ করে।
তিনি আরও যোগ করেন, রোনালদোই সঠিক ব্যক্তি যাকে শিশুরা আদর্শ হিসেবে মেনে নিতে পারে। সে শিশুদের জন্য আদর্শ উদাহরণ। বিশ্বের বহু শিশু তাকে রোল মডেল হিসেবে দেখে।
পর্তুগিজ এ অধিনায়ক তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ১৯৬ ম্যাচ খেলে গোল করেছেন ৮৪টি। আর রিয়ালের হয়ে ১৯২টি ম্যাচে গোল করেছেন ২১৪টি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এমআর