ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

বাংলাদেশের পাঁচ ধাপ অবনমন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, এপ্রিল ৯, ২০১৫
বাংলাদেশের পাঁচ ধাপ অবনমন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গত মার্চের ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দল পাঁচ ধাপ নেমে ঠাঁই পায় ১৬২ তে। আর এপ্রিল মাসেও সে পথেই হাঁটছে লাল-সবুজের জার্সীধারীদের।

এ মাসে আবারো পাঁচ ধাপ নেমে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৬৭!

এদিকে সাফ অঞ্চলে সবার শীর্ষে আছে মালদ্বীপ (৮ ধাপ নেমে ১৪১)। তাদের পরেই ভারত ২৬ ধাপ এগিয়ে ১৪৭, ভুটান ৪৬ ধাপ এগিয়ে ১৬৩, বাংলাদেশ ৫ ধাপ নেমে ১৬৭, পাকিস্তান দুই ধাপ নেমে ১৭২, নেপাল একধাপ নেমে ১৮১ আর সর্বশেষে আছে শ্রীলঙ্কা, ১২ ধাপ নেমে লঙ্কানরা ১৮৬ নম্বরে।

এশিয়া অঞ্চলে সবার শীর্ষে রয়েছে ইরান (৪০), দ্বিতীয় অবস্থানে জাপান (৫০) ও দ: কোরিয়া (৫৭) আছে তৃতীয় অবস্থানে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।