ঢাকা: গত মার্চের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দল পাঁচ ধাপ নেমে ঠাঁই পায় ১৬২ তে। আর এপ্রিল মাসেও সে পথেই হাঁটছে লাল-সবুজের জার্সীধারীদের।
এদিকে সাফ অঞ্চলে সবার শীর্ষে আছে মালদ্বীপ (৮ ধাপ নেমে ১৪১)। তাদের পরেই ভারত ২৬ ধাপ এগিয়ে ১৪৭, ভুটান ৪৬ ধাপ এগিয়ে ১৬৩, বাংলাদেশ ৫ ধাপ নেমে ১৬৭, পাকিস্তান দুই ধাপ নেমে ১৭২, নেপাল একধাপ নেমে ১৮১ আর সর্বশেষে আছে শ্রীলঙ্কা, ১২ ধাপ নেমে লঙ্কানরা ১৮৬ নম্বরে।
এশিয়া অঞ্চলে সবার শীর্ষে রয়েছে ইরান (৪০), দ্বিতীয় অবস্থানে জাপান (৫০) ও দ: কোরিয়া (৫৭) আছে তৃতীয় অবস্থানে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর