ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এগিয়েছে ব্রাজিল, শীর্ষ তিনে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
এগিয়েছে ব্রাজিল, শীর্ষ তিনে বেলজিয়াম ছবি : সংগৃহীত

ঢাকা: ৯ এপ্রিল (বৃহস্পতিবার) প্রকাশিত সর্বশেষ ফিফা ৠাংকিংয়ে জার্মানি-আর্জেন্টিনার দাপট অব্যাহত রয়েছে। অন্যদিকে, ১১৩২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ দশে উঠে এসেছে স্পেন।

পাঁচ ধাপ পিছিয়ে ১৬৭ নম্বর অবস্থানে বাংলাদেশ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ১৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। অপরিবর্তীত থেকে দ্বিতীয় স্থানে মেসি-দি মারিয়ার আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের রেটিং পয়েন্ট ১৪৯০। ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল ১৩৫৪ রেটিং পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে।

কলম্বিয়াকে চারে নামিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সেরা তিনে উঠে এসেছে বেলজিয়াম। কলম্বিয়ানদের ১৪১২ রেটিং পয়েন্টের বিপরীতে ইউরোপিয়ান দলটির পয়েন্ট সংখ্যা ১৪৫৭। নেদারল্যান্ডস ১৩০১ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে নেমে এলেও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল (১২২১) সপ্তম স্থানেই রয়েছে।

পর্তুগিজদের পরেই রয়েছে উরুগুয়ে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১১৭৬। তিন ধাপ টপকে ১১৩৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে সুইজারল্যান্ড। অপরদিকে, তিন ধাপ করে পিছিয়ে শীর্ষ দশের জায়গা হারিয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স (১১) ও ইতালি (১৩)।

উল্লেখ্য, সবচেয়ে বেশি ৪৬ ধাপ এগিয়ে ১৬৩ নম্বরে রয়েছে ভুটান। আর ২৩ ধাপ পিছিয়ে ১৭৪ নম্বরে নিউ ক্যালেদোনিয়া। পয়েন্টের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়েছে ওয়েলস (১৫৩) ও পিছিয়েছে ইসরায়েল (২৩১)। তাদের অবস্থান যথাক্রমে ২২ ও ৪৬।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।