ঢাকা: চলমান পেশাদার লিগের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঢাকা মোহামেডান। ম্যাচে ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাস্ত করে দলটি।
ম্যাচের প্রথমার্ধ জুড়ে গোল মিসের মহড়া দিয়ে যায় মোহামেডান। ফলে গোল শূন্য থেকে বিরতিতে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঝলসে ওঠে সাদা-কালো শিবির।
৫৯ মিনিটে মিডফিল্ডার মোবারক হোসেন ভুইয়া বল দেন বাঙ্গুরাকে। আর তিনি বল নিয়ে চট্টগ্রাম আবাহনীর বক্সে ঢুকে ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষক এরশাদকে পরাস্ত করেন (১-০)। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। তার প্লেসিং শট জড়িয়ে যায় চট্টগ্রাম আবাহনীর জালে (২-০)।
৬৯ মিনিটে আসে তৃতীয় গোল। ডি-বক্সের ভিতরে বাঁ প্রান্ত দিয়ে মো: ইব্রাহিমের জোরালো শট চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক এরশাদ ঠিকমতো প্রতিহত করতে পারেননি। বল চলে যায় কাছেই দাঁড়ানো মাসুক মিয়া জনির কাছে। আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন এই মিডফিল্ডার (৩-০)।
আর ৮৬ মিনিটে ইব্রাহিমের পাসকে কাজে লাগিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেয় ইসমাইল বাঙ্গুরা (৪-০)।
আর ইনজুরি টাইমে বাঙ্গুরার পাস থেকে গোল করেন অরূপ কুমার বৈদ্য (৫-০)। ফলে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী মোহামেডান।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর