ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

ব্রাদার্স-বিজেএমসি ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, এপ্রিল ৯, ২০১৫
ব্রাদার্স-বিজেএমসি ম্যাচ ড্র ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবারের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড গোলশূন্য ড্র করেছে টিম বিজেএমসির সঙ্গে।

পুরো ম্যাচ জুড়ে দুই দলের নিষ্প্রাণ ও পরিকল্পনাহীন ফুটবল খেলা দেখে স্টেডিয়ামে আগত স্বল্পসংখ্যক দর্শক বিরক্ত হয়।

মাঠ ছেড়ে চলে যান অনেকেই।  

পুরো ম্যাচে দুই দল গোল মিসের মহড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই নির্ধারিত সময় শেষে কোন গোল না হওয়ার ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

প্রিমিয়ার লিগে ব্রাদার্স-বিজেএমসি সর্বশেষ মুখোমুখি হয় ২০১৩-১৪ লিগে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ ফেব্রুয়ারির ম্যাচে দু’দল গোলশূন্য ড্র করে। একই ভেন্যুতে ২৯ মে দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে জয় পায় গোপীবাগের দল ব্রাদার্স। একই ভেন্যুতে ২৩ জুলাই তৃতীয় লেগে ২-১ গোলে প্রতিশোধ নেয় বিজেএমসি।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।