ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ (শুক্রবার) থেকে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ডিপ্লোমেট কাপ টেনিস প্রতিযোগিতা ২০১৫’।
সকালে পররাষ্ট্র মন্ত্রী ও আবুল হাসান মাহমুদ আলী বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘এ ধরণের টুর্নামেন্ট বাংলাদেশের টেনিসের জন্য মঙ্গলকর। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি। আমরা চেষ্টা করবো প্রতি বছরই এ ধরণের আসর আয়োজন করতে। '
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি, বিটিএফ কার্যনির্বাহী কমিটিসহ ফেডারেশনের কর্তারা।
এ আসরে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও ফান টেনিস ইভেন্টসমূহ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহন করবে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-দূতাবাসে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতায় পুরুষ এককে ১১ জন, পুরুষ দ্বৈতে ১২ জন এবং ফান টেনিসে ৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশসমূহ হল: বাংলাদেশ, ভুটান, ডেনমার্ক, মিশর, ভারত, জাপান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, টার্কি, আমেরিকা এবং ভিয়েতনাম।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
ইয়া/আরএম