ঢাকা: ফ্রান্স-বিরোধী কথা বলায় ফ্রেঞ্চ লিগে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গত মাসে বোর্ডেক্সের বিপক্ষে খেলার সময় রেফারির সঙ্গে অশ্লীল ভাষায় তর্কে জড়ানোর জের ধরেই সুইডিশ তারকাকে এই শাস্তির আওতায় আনা হয়েছে।
১৫ মার্চ অনুষ্ঠিত ম্যাচটিতে ইব্রাহিমোভিচের জোড়া গোল সত্ত্বেও ৩-২ ব্যবধানে হার মানে পিএসজি। খেলা শেষে ফ্রান্সের নাম উল্লেখ করে রেফারির সঙ্গে অশ্লীল ভাষায় বাক্য বিনিময় করেন ইব্রা। এরপর থেকেই ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। এমনকি ফ্রান্সের প্রধানমন্ত্রী পর্যন্ত তার বিরোধিতা করেন।
ফ্রেঞ্চ লিগ কমিটির পক্ষ থেকে ইব্রাহিমোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যার ফলে লিগ ওয়ানের পরের চার ম্যাচে নাইস, লিলে, মেটজ ও নানতেসের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন না।
পিএসজির জন্য আরো বড় দুঃসংবাদ হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সার বিপক্ষে খেলতে পারবেন না ইব্রা। নকআউট পর্বের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে খেলার সময় লাল কার্ড পাওয়াতে তিনি এক ম্যাচ নিষিদ্ধের আওতায় পড়েন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
আরএম