ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাভি-আলভেজকে বার্সাতেই চান মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
জাভি-আলভেজকে বার্সাতেই চান মাশ্চেরানো ছবি: সংগৃহীত

ঢাকা: সময়ের বিবর্তনে কত কিছুই না বদলায়। একসময় বার্সেলোনার অপরিহার্য খেলোয়াড় ছিলেন।

অথচ ফর্মহীনতার কারণে তারাই এখন ব্রাত্য। তবে, জাভি হার্নান্দেজ ও দানি আলভেজের পাশে দাঁড়িয়েছেন কাতালানদের ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের মাশ্চেরানো। দু’জনই যেন বার্সাতে থেকে যান সেটিই চাইছেন এ আর্জেন্টাইন।

আলভেজের বার্সা ছাড়ার গুজব অনেক দিন থেকেই। ক্লাবের সঙ্গে এ মৌসুম শেষেই তার চুক্তি শেষ হবে। গতকাল (বৃহস্পতিবার) বার্সার পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও তা অসন্তোষজনক বলে দাবি করেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এজেন্ট।

এদিকে, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর থাকলেও পরেবর্তী ঠিকানা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি। সম্প্রতি কাতার সফরে গিয়ে আল সাদ ক্লাবের সঙ্গে কথ‍াও বলেছেন। তবে, এখনো কিছুই নিশ্চিত হয়নি।

যদিও আলভেজ ও জাভিকে এখনো বার্সার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন মাশ্চেরানো। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি বলেন, ‘বার্সেলোনার ক্লাব ইতিহাসে সেরা ফুটবলারদের মধ্যে আলভেজ অন্যতম। আমি চাই সে এখানেই থাকুক। সে খুবই মজার লোক এবং খুবই পেশাদারী। ’

তিনি আরও বলেন, ‘মিডফিল্ডার হিসেবে জাভির তুলনা হয় না। যেকোনো ফুটবলারের জন্যই সে অনুকরণীয়। গত ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে সে অসাধারণ খেলেছে। অনেকেই এতে অবাক হলেও আমি মোটেই অবাক হইনি। কারণ, বার্সার হয়ে এরকম পারফরম্যান্স তার জন্য নতুন কিছু নয়। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘন্টা, এপ্রিল ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।