ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আরও পথ পাড়ি দিতে হবে: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
আরও পথ পাড়ি দিতে হবে: মেসি

ঢাকা: চোখ ধাঁধানো সব গোলের মালিক আর রেকর্ড বুকে বার বার নাম লেখানো বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জানিয়েছেন, তার ক্লাবের এখনও আরও পথ পাড়ি দেওয়ার বাকি রয়েছে। নিজের পারফর্ম আর ক্লাবের অর্জন দিয়েই ২০১৪-১৫ মৌসুমকে স্মরণীয় করে রাখতে চান মেসি।



এ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে উঠেছে মেসির বার্সা। লা লিগার শীর্ষস্থানটিও ধরে রেখেছে কাতালানরা। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিটও করে নিয়েছে মেসির স্বতীর্থরা।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি মনে করেন, ক্লাবের এখানেই থেমে যাওয়ার কোনো কারণ নেই। তাদের আরও লম্বা পথ পাড়ি দিতে হবে।

এ প্রসঙ্গে মেসি বলেন, আমরা আলমেরিয়ার বিপক্ষে জয় পেয়েছি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছি আমরা। কিন্তু আমাদের আরও পথ পাড়ি দিতে হবে। প্রতিটি ম্যাচেই চাই লড়াই করতে।

লা লিগার পরের ম্যাচে মেসিরা মাঠে নামবে সেভিয়ার বিপক্ষে। ১১ এপ্রিল সেভিয়ার মাঠে আতিথ্য নেবে বার্সা। এর চারদিন পর (১৫ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনের ঘরের মাঠে খেলবে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।