ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

নীলফামারীতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, এপ্রিল ১০, ২০১৫
নীলফামারীতে ক্রীড়া সামগ্রী বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারী সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্রীড়া সংগঠনের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী এগুলো বিতরণ করেন।



বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

ইউএনও সাবেত আলী বাংলানিউজকে জানান, ক্রিকেট খেলার মানোন্নয়নে সদরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও চারটি ক্লাবে ক্রিকেট খেলার উপকরণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।