ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশে এসেছে সার্ফিং প্রশিক্ষক দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
বাংলাদেশে এসেছে সার্ফিং প্রশিক্ষক দল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে সাফিংয়ের মান উন্নয়ন ও উন্নত প্রশিক্ষনের পাশাপাশি আসন্ন জাতীয় সার্ফিং প্রতিযোগিতাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে ‘সার্ফিং দ্য নেশন্স’ এর ২২ সদস্যের একটি সার্ফিং প্রশিক্ষক দল শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশে এসেছে।

দুপুর আড়াইটায় প্রশিক্ষক দলটি হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।

বিমান বন্দরে সার্ফিং দলকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন-বিএসএ’এর সভাপতি জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধূরী  এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন। সফরকারী সার্ফিং দলটি বাংলাদেশে ২০দিন অবস্থান করবেন এবং কক্সবাজারে শতাধিক সার্ফারকে প্রশিক্ষন প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।