ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, এপ্রিল ১০, ২০১৫
সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

ঢাকা: ০৮ - ১০ এপ্রিল ২০১৫ পর্যন্ত তিন দিন ব্যাপী ‘সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০১৫’ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত  হয়েছে।

এরিয়া কমান্ডার লজিষ্টিক এরিয়া, ঢাকা ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



এ সময় কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল সরদার হাসান কবির (অব), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্নেল আবদুল বারী (অব), আর এন্ড আর এ্যাভিয়েশন এবং আর এন্ড আর হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান রিক হক সিকদার, ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার,  ওই সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।