ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

টিটির ট্যানিক্যাল কোর্স অনুষ্ঠিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, এপ্রিল ১০, ২০১৫
টিটির ট্যানিক্যাল কোর্স অনুষ্ঠিত

ঢাকা: বৃহস্পতিবার থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে 'ট্যানিক্যাল কোর্স ফর কোচেস ইন টেবিল টেনিস ২০১৫'। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এ কোর্সে ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।



কোর্স পরিচালনা করছেন আইটিটিএফের টেবিল টেনিস নির্দেশক আরিফ খান আর কাজী মঈনুজ্জামান পিলা কোর্সের কোর্স কোর্ডিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ণ চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব খোন্দকার হাসান মুনীর, যুগ্ম-সম্পাদক সমীর উদ্দিন, কোষাধ্যক্ষ জনাব তাজউদ্দিন পাপপু, সদস্য জনাব আহসান আহমেদ অমিত, আনোয়ার কবির চৌধুরী বাবসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়ামোদী খেলোয়াড় ও সংগঠক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আবদুল করিম।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।