ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্লাটারের সরে দাঁড়ানো উচিৎ: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ব্লাটারের সরে দাঁড়ানো উচিৎ: ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনা

ঢাকা: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মনে করেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা-ফিফার প্রেসিডেন্ট পদে পরিবর্তন আসা উচিত। তিনি আরও মনে করেন, ফিফার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার আসন্ন নির্বাচনে হেরে যাবেন।



ম্যারাডোনা জানান, ব্লাটার এবারের নির্বাচনে ভোট কিনতে ব্যর্থ হবেন। ফিফার প্রেসিডেন্ট হিসেবে সেপ ব্লাটারের বিশ্ব ফুটবলে অনেক কিছু দেয়া হয়ে গেছে বলেও জানান তিনি।

এর আগে জর্ডানের প্রিন্স আলি বিন আল-হুসেইন, পর্তুগীজ ফুটবল তারকা ও সাবেক ব্যালন ডি’অর বিজয়ী লুইস ফিগো এবং ডাচ ফুটবল ফেডারেশন সভাপতি মাইকেল ভ্যান প্রাগ আসন্ন ফিফা প্রেসিডেন্টের পদে লড়বেন বলে জানিয়েছেন।

আসন্ন নির্বাচনের জন্য বর্তমান সভাপতি সেপ ব্লাটারের প্রতিপক্ষ হিসেবে এ তিনজন প্রতিদ্বন্দ্বীর নাম চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার কার্যনির্বাহী কমিটি।

আর্জেন্টাইন এ ফুটবল ঈশ্বর আরও বলেন, ব্লাটারের ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত। কারণ তিনি এমন একজন ব্যক্তি যাকে বিশ্ব ফুটবল আর দেখতে চায় না। আর একজন মানুষ এতদিন ধরে একটি সংস্থার শীর্ষ পদে থাকলে আসলে তার আর কিছুই দেয়ার থাকে না।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা যোগ করেন, আমরা চাই ফিফার বেশ কিছু জায়গায় পরিবর্তন করতে। সংস্থাটিকে আরও কার্যকরী করতে চাই আমরা।

১৯৯৮ সাল থেকে ফিফার সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করছেন ব্লাটার। এবার নিয়ে পঞ্চমবারের মত ফিফার সর্বোচ্চ পদের জন্য লড়াই করতে যাচ্ছেন ৭৯ বছরে পা রাখতে যাওয়া ব্লাটার।

আগামী ২৯ মে ফিফার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ফিফা কংগ্রেসে ২০৫ সদস্য সবচেয়ে বেশি ভোট দিয়ে যাকে মনোনীত করবেন তিনিই হবেন আগামী চার বছরের জন্য ফিফার পরবর্তী সভাপতি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।