ঢাকা: ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলে বিশ্বকাপ ফুটবলের পর জনপ্রিয়তার বিচারে কোপা আমেরিকা কাপকে এগিয়ে রাখলেন। তার মতে, আসন্ন কোপা আমেরিকার আসরে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিল অধিনায়ক নেইমারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
চিলিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসর আগামী ১১ জুন শুরু হয়ে শেষ হবে ৪ জুলাই। এবারের আসরে দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে মেক্সিকো ও জ্যামাইকাকে নিয়ে আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্টটি।
পেলে এক সংবাদ সম্মেলনে জানান, মেসি এবং নেইমারের দিকেই তাকিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। তবে, কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে বার্সেলোনার এ দুই তারকাকে। তাদের দু’জনের জন্যই আসন্ন আসরটি কঠিন যাবে।
পেলে আরও বলেন, মেসি স্পেনের তার ক্লাব বার্সেলোনায় চেনা পরিবেশে খেলে। সে জানে ক্লাব তার থেকে কি চায়। তবে, যখন মেসি আর্জেন্টিনার হয়ে মাঠে নামে তখন সে সত্যিই বুঝতে পারে না দল কি চায়। আর্জেন্টাইন দলের হয়ে খেলার সময় বিষয়টা একই রকম থাকে না।
এ সময় পেলে যোগ করেন, দেশের জার্সি গায়ে মাঠে নামলে মেসির খেলার ধরণ পাল্টে ফেলতে হয়। কারণ আর্জেন্টিনা দল বার্সার মতো এতোটা সংগঠিত নয়। নেইমার আর ব্রাজিলের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে।
স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোল স্কোরার রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই রয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। আর নেইমার এ তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। ৩০ ম্যাচ খেলে লা লিগায় মেসির গোল সংখ্যা ৩৩টি আর ২৫ ম্যাচ থেকে নেইমার গোল করেছেন ১৭টি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এমআর