ঢাকা: আসন্ন কোপা আমেরিকার আসরে এবারে ফেভারিট হিসেবেই মাঠে নামবে জেরার্ডো মার্টিনোর আর্জেন্টিনা। আর্জেন্টাইন এ কোচের মতে, শিরোপা জিততে তার শিষ্যরা প্রস্তুত রয়েছে।
আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, আসন্ন আসরকে সামনে রেখে তারা বেশ কিছু পরিকল্পনা সাজিয়েছেন। জাতীয় দলে টিকে থাকার সুযোগ রয়েছে কার্লোস তেভেজের। দলের সেরা অস্ত্র লিওনেল মেসির উপরও আস্থা রেখেছেন মার্টিনো।
তিনি জানান, গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ সার্জিও রোমেরো। নিজেদের ডি-বক্স সামলাতে প্রস্তুত থাকবেন ইজিকুয়েল গ্যারে, পাবলো জাবালেতা, মার্কোস রোহো আর নিকোলাস অতামেন্ডি। মাঝমাঠ মাতাতে রয়েছেন জাভিয়ের পাস্তোর, অ্যাঞ্জেল ডি মারিয়া, এনজো পেরেজ, জাভিয়ের মাসচেরানো আর ম্যাক্সি রদ্রিগেজরা।
মার্টিনোর দলের আক্রমণ ভাগে দেখা যেতে পারে ইজিকুয়েল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ আর লিওনেল মেসি।
৪৪তম কোপা আমেরিকায় একই গ্রুপে পড়েছে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। কোপা আমেরিকার গত আসরে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল মেসিরা। আর সেবার চ্যাম্পিয়নের খেতাব জিতে উরুগুয়ে শিরোপা সংখ্যায় ছাড়িয়ে গিয়েছিল আর্জেন্টিনাকে। ১৫টি শিরোপা জিতে কোপা আমেরিকায় এখন উরুগুয়েই সবার উপরে।
‘বি’ গ্রুপে আর্জেন্টিনা ও উরুগুয়ে ছাড়াও রয়েছে ২০১১ সালে বিশ্বফুটবলকে চমকে দিয়ে কোপা আমেরিকার রানার্সআপ দল প্যারাগুয়ে এবং অভিষেকের অপেক্ষায় থাকা জ্যামাইকা।
১২ জাতির এ আসরে আয়োজক দেশ হিসেবে ‘এ’ গ্রুপে থাকছে আর্সেনাল তারকা অ্যালেক্সিজ সানচেজের চিলি। ‘বি’ গ্রুপে রয়েছে মেসির আর্জেন্টিনা ও ‘সি’ গ্রুপে রাখা হয়েছে নেইমারের ব্রাজিলকে।
‘এ’ গ্রুপে স্বাগতিক দেশ চিলির সঙ্গে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া। ‘সি’ গ্রুপে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ব্রাজিলের সঙ্গে রয়েছে কলম্বিয়া, পেরু ও ভেনিজুয়েলা।
ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিক চিলির ম্যাচ দিয়ে ১১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার। চলবে ৪ জুলাই পর্যন্ত। চিলির ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের এই প্রতিযোগিতা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এমআর