ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবারে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আসরে যুক্ত হতে যাচ্ছে। আইএসএলের দল দিল্লী ডাইনামোসের অংশ হতে চলেছে দশ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।
এর আগেই আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ আইএসএলের দল অ্যাতলেতিকো ডি কলকাতার সঙ্গে নিজেদের যুক্ত করেছে।
দিল্লীর এ দলটির নবনিযুক্ত সভাপতি প্রশান্ত আগরওয়াল বলেছেন, রিয়াল মাদ্রিদ আমাদের দলটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছে। স্প্যানিশ ক্লাবটি আমাদের ব্যাপারে আরও খোঁজ খবর নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। এছাড়া স্পেনের বড় দুটি ক্লাব (ভিয়ারিয়াল এবং ভ্যালেন্সিয়া) আমাদের নিয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। সময়ই বলে দেবে দিল্লীর সঙ্গে কোন দলটি যুক্ত হতে চলেছে।
দিল্লীর এ দলটির সঙ্গে ডাচ ক্লাব ফেয়েনর্ড রোটেরডার্ম এর পার্টনারশিপ রয়েছে।
এক অনুষ্ঠানে সম্প্রতি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আর দিল্লী ডাইনামোসের নতুন প্রেসিডেন্ট প্রশান্ত আগরওয়ালকে এক সঙ্গে দেখা যায়। সেখানে দুই দলের প্রেসিডেন্টের মাঝে ক্লাবের জার্সি আদান-প্রদানও হয়।
দিল্লীর সঙ্গে রিয়াল সংযুক্ত হলে এবারে এশিয়া মহাদেশেও দেখা যাবে মিনি-মাদ্রিদ ডার্বি ম্যাচ। যেখানে মাঠে লড়াই করবে রিয়ালের আদলে দিল্লী আর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর আদলে কলকাতা।
গত আইএসএল আসরে দিল্লী ডাইনামোস সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছিল। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান ধরে রেখে আসর শেষ করে তারা।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এমআর