ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

শুরু হচ্ছে প্রথম জাতীয় সার্ফিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, এপ্রিল ১১, ২০১৫
শুরু হচ্ছে প্রথম জাতীয় সার্ফিং ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে সার্ফিংয়ের মান উন্নয়নের লক্ষ্যে এবং উন্নত প্রশিক্ষণের জন্য আসন্ন জাতীয় সার্ফিং প্রতিযোগিতাকে সামনে রেখে বিভিন্ন দেশের ২৩ সদস্যের একটি প্রশিক্ষক দল ঢাকা পৌঁছেছেন গতকাল শুক্রবার। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী  এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন।

ফেডারেশনের সভাপতি ইকবাল বিন আনোয়ার বলেন, 'আমরা নতুন ফেডারেশন। আমাদের পথ চলা শুরু হয়েছে মাত্র কয়েক মাস আগে। এর মধ্যে এখনও কোন টুর্নামেন্টের আয়োজন করতে পারি নি। আগামী ২৬ এপ্রিল (সম্ভাব্য তারিখ) থেকে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি আমরা। এটি আমাদের জাতীয় পর্যায়ে প্রথম টুর্নামেন্ট। আর খেলাটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভবনাময়। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। '

আর সফরকারি দলটির দলনেতা অষ্ট্রেলিয়ান নাগরিক জ্যাকসি ট্রেইন বলেন,  'বাংলাদেশে রয়েছে পৃথিবীর সব চেয়ে বড় সমুদ্র সৈকত। যা অত্যন্ত নিরাপদ। পাথর, হাঙ্গর বা অন্য কোন ধরণের সমস্যা নেই এখানে। আর খেলাটি এ দেশে বেশ সম্ভবনাময়। '    

বাংলাদেশে আসা ‘সার্ফিং দ্য নেশন্স’ এর সদস্যরা হলেন: কেট এ্যাম-দক্ষিণ আফ্রিকা, কাইতি কাউনার-যুক্তরাষ্ট্র, রোজেস ভ্যান নিয়াদহাসেন-সুইজারল্যান্ড, ডাকোথা গোস্তায়ানসি-যুক্তরাষ্ট্র, ল্যারি ডয়গিস-যুক্তরাষ্ট্র, ট্রাবিস স্পেনসার-কানাডা, এ্যানি ব্লোয়িস-যুক্তরাষ্ট্র, টেকা গাবালদো-যুক্তরাষ্ট্র, ভিট্টর হ্যালবেন-অস্ট্রেলিয়া, অ্যাশলে হিল্টন-কানাডা, ক্যাথেরিন বেদমন্ড-যুক্তরাষ্ট্র, রসকস-যুক্তরাষ্ট্র, ব্রেন্ডন সৌথমিক-যুক্তরাষ্ট্র, এ্যান্ডু ক্যাপি-অস্ট্রেলিয়া, ফ্রেড জোভিডসো-সুইডেন, জ্যাকসি  ট্রেইন- যুক্তরাষ্ট্র, বেন্না ভ্যানকাসান্দ-কানাডা, মেগান সোনিতজার-সুইজারল্যান্ড, অস্ট্রিয়া গরিদার-যুক্তরাষ্ট্র, জো-যুক্তরাষ্ট্র, লরা ভ্যান-কানাডা, এ্যান্ডু স্ট্রিল-যুক্তরাষ্ট্র।

সফরকারী সার্ফিং দলটি বাংলাদেশে ২০ দিন অবস্থান করবে এবং কক্সবাজারে শতাধিক সার্ফারকে প্রশিক্ষণ প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।