ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

যতদিন ইচ্ছা বার্সায় খেলুক মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, এপ্রিল ২১, ২০১৫
যতদিন ইচ্ছা বার্সায় খেলুক মেসি লিওনেল মেসি

ঢাকা: বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে মেসি আর বার্সেলোনা আজ মুদ্রার এপিঠ-ওপিঠ।

সেটি আবারো মেসি প্রেমীদের মনে করিয়ে দিলেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ।

বার্সার হয়ে মাত্রই ৪০০ গোল করা মেসিকে ফুটবল ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন ক্লাবের এই প্রেসিডেন্ট। তিনি বলেন, বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ও প্রতিভাবান খেলোয়াড় হিসেবে মেসিই এক নম্বরে রয়েছে।

মাত্র ১৩ বছর বয়সে বার্সায় নাম লেখোনো মেসি ছয়টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আর দু’টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এছাড়া চারবার ব্যালন ডি’অরের পুরস্কারও উঠেছে মেসির হাতে।

ফুটবলের এ জাদুকর প্রসঙ্গে বার্তোমেউ বলেন, আমরা মেসির সঙ্গে চুক্তি চালিয়ে যেতে চাই। সে শুধু বর্তমান ফুটবলের সেরা খেলোয়াড় নয়, সে পুরো ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার। বার্সায় তার যতদিন ইচ্ছা হয় খেলতে পারবে। আমি চাই বার্সায় থেকে মেসি যেন অবসর নেয়।

লা লিগার চলতি আসরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ মিনিটের গোলে বার্সার জার্সি গায়ে ৪০০তম গোলের মাইলফলক গড়েন লিওনেল মেসি। ২৭ বছর বয়সী এ তারকা ২০০৫ সালে বার্সার মূল দলের হয়ে আলবাসেতের বিপক্ষে ক্যাম্প ন্যু’তে নিজের অভিষেক গোল করেছিলেন। এ মৌসুমে বার্সার হয়ে সর্বোচ্চ গোলের মালিক মেসি স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে গোল করেছেন ৩৫টি। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে মেসির গোলসংখ্যাও ৪৬টি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।