ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়ন বিজেএমসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়ন বিজেএমসি

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।

আজ বুধবার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা ৩০মিনিটে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজেএমসি ২৪-১৫ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে বিজেএমসি আয়োজিত চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বাংলাদেশ আনসার রানার্স-আপ হয়। বিজয়ী দল প্রথমার্ধে ৯-৫ গোলে এগিয়ে ছিলো। বিজেএমসি-এর পক্ষে শিরিনা আক্তার ১০টি, সাহিদা খাতুন ও সুমি বেগম যথাক্রমে ৪টি করে গোল এবং বাংলাদেশ আনসারের পক্ষে ইসমত আরা নিশি ৬টি ও রুবিনা আক্তার ৩টি গোল করে।

সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ৩৪-১১ গোলে পঞ্চগড় জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৬-৬ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ আনসার-এর পক্ষে ইসমত আরা নিশি ৮টি ও মাসুদা ৬টি গোল এবং পঞ্চগড় জেলা-এর পক্ষে পারভিন ৩টি গোল করে। সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় বিজেএমসি ৩২-৬ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৭-২ গোলে এগিয়ে ছিলো। বিজেএমসি-এর পক্ষে শিরিনা ৯টি ও সাহিদা ৭টি গোল করে।  

দুপুর ২টায় অনুষ্ঠিত ৩য় স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ পুলিশ ২০-১৬ গোলে পঞ্চগড় জেলাকে পরাজিত করে বাংলাদেশ পুলিশ আয়োজিত চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করে। বিজয়ীদল প্রথমার্ধে ৯-৮ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ পুলিশ-এর পক্ষে জরিনা ৬টি ও হাসিনা ৫টি গোল এবং পঞ্চগড় জেলার পক্ষে পারভিন ৭টি ও রহিমা ৫টি গোল করে।

আয়োজিত চ্যাম্পিয়নশীপে বিজেএমসির ৮নং জার্সীধারী শিরিনা আক্তার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নূরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে এফ.বি.সি.সি.আই-এর সম্মানিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ফেডারেশনের  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সম্পাদক মকবুল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ও  সাংগঠনিক কমিটির সহকারী সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।