ঢাকা: আগামী ১৪ এপ্রিল পহেলা নববর্ষের দিনে শুরু হচ্ছে ‘বেগম ফজিলাতুননেছা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা। ’ এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ২০ দেশের ৩৫০ খেলোয়াড় অংশ নেবে।
প্রতিযোগিতার খেলা ২০ বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম ও উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে।
পহেলা বৈশাখ বিকেল সাড়ে ৪টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রতিযোগিতা উপলক্ষে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য হুমায়ুন কবির ও টুর্নামেন্ট কমিটির সম্বনয়ক ওয়াদুদুন নবী।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ইয়া/এমএমএস