ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে বেগম ফজিলাতুননেছা মার্শাল আর্ট প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
শুরু হচ্ছে বেগম ফজিলাতুননেছা মার্শাল আর্ট প্রতিযোগিতা ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ১৪ এপ্রিল পহেলা নববর্ষের দিনে শুরু হচ্ছে ‘বেগম ফজিলাতুননেছা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা। ’ এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ২০ দেশের ৩৫০ খেলোয়াড় অংশ নেবে।

প্রতিযোগিতা আয়োজনে আর্থিক সহযোগিতা করছে মরিয়ম ফাউন্ডেশন।

প্রতিযোগিতার খেলা ২০ বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম ও উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে।

পহেলা বৈশাখ বিকেল সাড়ে ৪টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রতিযোগিতা উপলক্ষে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য হুমায়ুন কবির ও টুর্নামেন্ট কমিটির সম্বনয়ক ওয়াদুদুন নবী।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।