ঢাকা: চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ সময় পার করা এডেন হ্যাজার্ডের বন্দনায় মেতেছেন দলটির কোচ হোসে মরিনহো। তিনি বিশ্বাস করেন, এবারের প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার হ্যাজার্ডই হবেন।
এই মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করেছেন টটেনহামের ফুটবলার হ্যারে কেন। সেই সঙ্গে লিভারপুল স্ট্রাইকার ফিলিপ কোতিনহোর সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে হচ্ছে হ্যাজার্ডকে। তবে স্পেশাল ওয়ান মনে করেন, এ প্রতিযোগিতার পুরস্কারটি বেলজিয়াম তারকার হাতেই উঠবে।
ইংলিশ সেরা ফুটবলারের ৫০ বছরের ইতিহাসে এখন পর্যন্ত চেলসির ফুটবলার হিসেবে জন টেরি এই পুরস্কার পেয়েছিলেন। ২০০৪-০৫ মৌসুমে ব্লুজদের লিগ শিরোপা পাইয়ে দেয়া অধিনায়ক টেরি এই সম্মাননা পেয়েছিলেন।
এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমি মনে করি কোন বিতর্ক ছাড়াই হ্যাজার্ডের এই পুরস্কার পাওয়া উচিৎ। এ প্রতিযোগিতায় অনেকের নাম আসবে তবে আমি বিশ্বাস করি, হ্যাজার্ড সবচেয়ে যোগ্য। ’
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএমএস