ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

‘ম্যারাডোনা, রোনালদো ও জিদান ছিল শক্ত প্রতিপক্ষ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, এপ্রিল ১১, ২০১৫
‘ম্যারাডোনা, রোনালদো ও জিদান ছিল শক্ত প্রতিপক্ষ’ ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালির সাবেক কিংবদন্তি পাওলো মালদিনি মনে করেন, তার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল দিয়েগো ম্যারাডোনা, রোনালদো ও জিনেদিন জিদান। এসি মিলানের হয়ে সান সিরোতে ২৪ বছর পার করা এ তারকা দলটির হয়ে সাতটি সিরিআ ও পাঁচটি ইউরোপ সেরার খেতাব জিতেছেন।



তবে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে ইতালির হয়ে খেললেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়ে ৪৬ বছরের এ তারকাকে।

কিন্তু মালদিনির ক্যারিয়ার জুড়ে প্রচুর পরিশ্রম করেতে হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্স তারকাদের বিপক্ষে। তবে চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে খেললেও পর্তুগিজ অধিনায়ককে এ তালিকায় রাখেন নি রক্ষণভাগে খেলা মালদিনি।

এক সাক্ষাৎকারে মালদিনি বলেন, ‘আমি আমার ফুটবল ক্যারিয়ারে অনেক তারকাদের বিপক্ষে খেলেছি। তবে এর মধ্যে আমার কাছে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ফুটবলার মনে হয়েছে দিয়েগো ম্যারাডোনা, রোনালদো ও জিনেদিন জিদানকে। ’

মালদিনি ১৯৮৫ থেকে ২০০৯ পর্যন্ত মিলানের হয়ে ৯০২টি ম্যাচ খেলেছেন। রক্ষণভাগে খেলা এ তারকা ক্লাবের হয়ে গোল করেছেন ৩৩টি। সেই সঙ্গে ১৯৮৮ থেকে ২০০২ পর্যন্ত জাতীয় দল ইতালির হয়ে ১২৬ ম্যাচে করেছেন সাতটি গোল।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।