ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডিপ্লোমেট কাপ টেনিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ডিপ্লোমেট কাপ টেনিস ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে চলছে ডিপ্লোমেট কাপ টেনিস প্রতিযোগিতা।

শনিবার পুরুষ দ্বৈতের প্রথম রাউন্ডের একটি খেলায় নেপালের কর্নেল সাগর কেসি ও রাশিয়ার কর্নেল সারগে জুটি ৬-২,৬-৪ গেমে ভিয়েতনামের ভু খান ও সিঙ্গাপুরের ড্যারি লাউ জুটিকে হারান।



এ আসরে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও ফান টেনিস ইভেন্টসমূহ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহন করবে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-দূতাবাসে কর্মরত কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় পুরুষ এককে ১১ জন, পুরুষ দ্বৈতে ১২ জন এবং ফান টেনিসে ৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশসমূহ হল: বাংলাদেশ, ভুটান, ডেনমার্ক, মিশর, ভারত, জাপান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, টার্কি, আমেরিকা এবং ভিয়েতনাম।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১০ ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।