ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

কমার্স কলেজ বার্ষিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন চঞ্চল ও মঞ্জুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, এপ্রিল ১১, ২০১৫
কমার্স কলেজ বার্ষিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন চঞ্চল ও মঞ্জুরি

ঢাকা: ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রিন্সিপাল অধ্যাপক আবু সাইদ।

ঐতিহ্যগত ভাবেই প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. সফিক আহমেদ সিদ্দিক, ভাইস প্রিন্সিপাল (প্রশাসন) মো: শফিকুল ইসলাম এবং ক্রীড়া কমিটির আহবায়ক ড. মিরাজ আলী আকন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কলেজের প্রায় ছয় হাজার ছাত্র ছাত্রী এবং ১৪০ জন শিক্ষক ও শিক্ষিকা ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো: চঞল এবং মঞ্জুরি বিনতে আজাদ ব্যক্তিগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।