ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

রিয়ালের মাঠে ৩-০ গোলে হারল এইবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৪, এপ্রিল ১২, ২০১৫
রিয়ালের মাঠে ৩-০ গোলে হারল এইবার ছবি : সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি আসরে এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল।

ফলে, পয়েন্ট টেবিলের দুইয়ে জায়গা ধরে রেখেছে রিয়াল।

ম্যাচের প্রথম থেকেই স্বাগতিক রিয়াল চেপে ধরে অতিথি হিসেবে খেলতে যাওয়া পুঁচকে এইবারকে। প্রথমার্ধের ২১ মিনিটে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৩১ মিনিটের মাথায় দলের ব্যবধান দ্বিগুন করেন জাভিয়ের হার্নান্দেজ। আরবেলোয়ার অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন হার্নান্দেজ।

আর বিরতির পর অপর গোলটি করেন জেসে রদ্রিগেজ। ম্যাচের ৮৩তম মিনিটে গোলটি করেন তিনি। ম্যাচের বাকি সময়ে এইবার কোনো গোলের দেখা না পেলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়েই রইল রিয়াল। ৩১ ম্যাচ খেলে বার্সেলোনার পরে স্থান পাওয়া রিয়ালের সংগ্রহ ৭৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আর টেবিলের তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৬৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।