ঢাকা: লা লিগার আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে রুখে দিয়েছে সেভিয়া। মেসি, নেইমারের গোলে এগিয়ে গিয়েও সেভিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি বার্সা।
সেভিয়ার ঘরের মাঠে আতিথ্য নেওয়া বার্সার হয়ে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় ব্রাজিল তারকা নেইমারের অ্যাসিস্টে গোল করে দলকে লিড নিয়ে দেন মেসি। স্বাগতিক সেভিয়ার জালে ৩১ মিনিটের মাথায় বল জড়ান নেইমার। ফলে, ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
৩৮তম মিনিটে ব্যবধান কমাতে গোল করেন স্বাগতিক এভার বানেগা। ভিতোলোর অ্যাসিস্ট থেকে দলের প্রথম গোলটি করেন তিনি।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসি, নেইমার আর সুয়ারেজরা। বিরতির পর আবারো মাঠে বল গড়ালে গোল মিসের মহড়া দেখা যায়। একাধিক গোলের সুযোগ নষ্ট করেন দুই দলের ফুটবলাররা।
খেলার ৮৪তম মিনিটে ম্যাচে ফেরে স্বাগতিক সেভিয়া। কেভিন গ্যামেরিওর দারুণ এক গোলে সমতায় ফেরে সেভিয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ গোলের ড্র’য়ে নিয়ে মাঠ ছাড়ে অতিথি হিসেবে খেলতে নামা বার্সা। ফলে, স্বাগতিক সেভিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বার্সার।
এ ড্র’য়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল বার্সা। ৩১ ম্যাচ খেলে কাতালানদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৩ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর