ঢাকা: কাপ ডি লা লিগায় বাস্তাইকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই। স্তেদে দি ফ্রান্স স্টেডিয়ামে দেশটির দ্বিতীয় সেরা এই চ্যাম্পিয়নশীপ জয়ের ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও এডিসন কাভানি।
দু’দিন আগেই লিগ ওয়ানে ফ্রান্সের বিরুদ্ধে কুটক্তি করায় চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইব্রা। তবে এদিন সমালোচকদের ভালোই জবাব দিলেন সুইডিশ অধিনায়ক।
এদিন প্রথমেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে লিগে ১০০তম গোল করা ইব্রা। খেলার ২০ মিনিটে বাস্তাই ফুটবলার পিএসজি স্ট্রাইকার ইজিকুয়েল লাভেজ্জিকে অবৈধভাবে বাধা দিলে তা থেকে পেনাল্টি পেয়ে দলের লিড আনেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার।
পরে খেলার ৪১ মিনিটে প্রায় একক কৃতিত্বে নিজের জোড়া গোল পূর্ণ করে দলের লিড দ্বিগুন করে বিরতিতে যায় লিগ কাপের চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজি কিছুটা হালকা মেজাজে খেললেও খেলার ৮০ মিনিটে আউরিয়ের দারুণ একটি ক্রস থেকে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন কাভানি (৩-০)।
আর খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ইব্রার অসাধারণ পাস থেকে নিজের জোড়া গোলের সঙ্গে দলের হয়ে চারটি গোল সম্পন্ন করেন উরুগুইয়ান স্ট্রাইকার। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে লরা ব্লার শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস