ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

দ্বিতীয় স্থান মজবুত করলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, এপ্রিল ১২, ২০১৫
দ্বিতীয় স্থান মজবুত করলো আর্সেনাল

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করলো আর্সেনাল। ম্যাচে অ্যারন রাম্পসির একমাত্র গোলে লিগে টানা অষ্টম ম্যাচে জয় তুলে নিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।



বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে এদিন খেলার প্রথমেই লিড নেয় গানাররা। খেলার ১২ মিনিটে পেনাল্টি বক্সে আক্রমণ চালায় স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। তবে তাকে প্রতিপক্ষ ফুটবলাররা ঘিরে ফেললে তিনি বল পাস করেন মেসুত ওজিলের দিকে।

কিন্তু ওজিল শট করলে তার শটটি প্রতিহত করে দেয় স্বাগতিক গোলরক্ষক হেটন। তবে আর্সেনাল ফুটবলাররা পেনাল্টি বক্সে জটলা তৈরী করলে তা থেকে বল পান রাম্পসি। সেই সঙ্গে কোন ভূল না করে দারুণ ভাবে গোল করে দলের লিড এনে দেন তিনি।

সফরকারি ফুটবলাররা এদিন খেলায় আরো কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তাই খেলার শেষ বাঁশি বাজার পর ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

৩২ ম্যাচে গানারদের পয়েন্ট ৬৬। তবে দুই ম্যাচ কম খেলা চেলসি ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলেও শীর্ষে আছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।