ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হ্যাট্রিক শিরোপার কাছাকাছি বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
হ্যাট্রিক শিরোপার কাছাকাছি বায়ার্ন

ঢাকা: জার্মান বুন্দাস লিগায় ইনট্রাকেট ফ্রাঙ্কফুটকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয় শিরোপার আরো কাছাকাছি পৌছে গেল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেন্ডোভস্কি।

আর অন্য গোলটি আসে থমাস মুলারের পাঁ থেকে।

এদিন খেলার ১৫ মিনিটেই মুলারের পাস থেকে দলের লিড নেন লেন্ডোভস্কি। কর্ণার থেকে পাওয়া বলে দারুণ এক ভল্যিতে গোলটি করেন এ পোল্যান্ড ফুটবলার। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাভারিয়ানরা।

বিরতি থেকে ফিরে খেলার ৬৬ মিনিটে অধিনায়ক লামের থেকে বল পেয়ে অসাধারণ এক হেডের মাধ্যমে নিজের জোড়া ও দলের লিড দ্বিগুন করেন লেন্ডোভস্কি।

তবে খেলার ৮২ মিনিটে মিচেল উইসারের অ্যাসিস্টে গোল করেন জার্মান সেরা স্ট্রাইকার মুলার। তার গোলে লিড তিনে পৌছে। পরে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলা বায়ার্ন ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গের সমান ম্যাচে পয়েন্ট ৬০। লিগে আরো ছয়টি ম্যাচ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।