ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে অবশেষে জয়ে ফিরেছে ইন্টার মিলান। গতরাতে হেলাস ভেরোনার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
ভেরোনার ঘরের মাঠ স্তেদিও মার্ক অ্যান্তোনিও বেন্তেগতি স্টেডিয়ামে খেলার ১১ মিনিটে মাউরো ইকার্দি গোল করে দলকে এগিয়ে নেন। আর খেলার ৪৮ মিনিটে রদ্রিগো পাল্যাসিও আরো একটি গোল করলে ২-০ তে এগিয়ে যায় রবার্টো ম্যানচিনির শিষ্যরা। তবে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে স্বাগতিক ফুটবলার মোরাস আত্মঘাতি গোল করলে ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইন্টার।
এদিকে ভিন্ন ম্যাচে অঘটনের শিকার হয়েছে লিগ টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস। টেবিলের একেবারে শেষ দল হিসেবে থাকা পার্মার কাছে ১-০ গোলে হারে জুভারা। ঘরের মাঠ স্তেদিও এনিও ত্রাদিনিতে এদিন খেলার ৬০ মিনিটে হোসে মাউরির একমাত্র গোলে জয় পায় পার্মা।
গত অক্টোবরের পর এই প্রথম লিগে হারের মুখ দেখলো তেভেজ, পিরলোরা। তবে ম্যাচ হারলেও ৩০ খেলায় ৭০ পয়েন্ট নিয়ে বেশ বড় ব্যবধানে সবার ওপরে আছে জুভারা। দ্বিতীয় স্থানে থাকা রোমার এক ম্যাচ কম খেলে সংগ্রহ ৫৬ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস