ঢাকা: ফুটবল বিশ্বে বিতর্কের আরেক নাম দিয়েগো ম্যারাডোনা। তাইতো ক’দিন পর পরই কোনো একটি অঘটন ঘটিয়ে হন সংবাদের শিরোনাম।
কলম্বিয়ার শান্তি প্রক্রিয়াকে সমর্থন করতে রাজধানী বোগোতায় একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। আর ম্যাচে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারোডোনার গোলেই জয় পায় তার দল।
এদিকে ম্যাচটি শেষ হবার পর মাঠের পাশে সমর্থকরা ঘিরে ধরে ম্যারাডোনাকে। সেই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরাম্যানরাও তার পাশে এসে ছবি তুলতে থাকেন। পরে এক পর্যায়ে ম্যারাডোনা বিরক্ত হয়ে লাথি মেরে বসেন এক ক্যামেরাম্যানকে।
শান্তির জন্য ম্যাচ আয়োজনে সমর্থকদের উদ্দ্যেশ্যে ম্যারাডোনা বলেন, ‘আমরা বলের পিছু দৌড়াতে পারি, তবে আমাদের অবশ্যই শান্তির জীবনে জিততে হবে। কারণ আমরা এর যোগ্য। কলম্বিয়ায় প্রচুর আতঙ্ক হয়েছে। এখন আমরা শান্তি চাই। ’
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস