ঢাকা: দুই স্প্যানিশ জায়ান্ট আর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। ১৪ এপ্রিল বিশ্ব ফুটবল আবারো দেখতে চলেছে ডার্বি এ ম্যাচটি।
তবে, সাম্প্রতিক সময়ে অ্যাতলেতিকোর সামনে বারবারই কুপোকাত হচ্ছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ৫ ম্যাচের কোনোটিতেই জিততে পারে নি আনচেলত্তির শিষ্যরা।
গত বছর সুপার কাপের ম্যাচে অ্যাতলেতিকো ২-১ এগ্রিগেটে এগিয়ে থেকে রিয়ালকে লজ্জাই দিয়েছিল। সে বছর লা লিগার আসরে রিয়ালের ঘরের মাঠে আতিথ্য নিয়ে ২-১ গোলে জয় পায় অ্যাতলেতিকো।
এ বছর জানুয়ারিতে কোপা দেল রে’র দুই লেগেই অ্যাতলেতিকোর কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ে রিয়াল। প্রথম লেগে ২-০ আর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে রোনালদো, রদ্রিগেজ আর বেলরা। ফেব্রুয়ারিতে লা লিগার আসরে অ্যাতলেতিকোর বিপক্ষে ৪-০ গোলের লজ্জা পায় রিয়াল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে কোনোমতে কোয়ার্টারে উঠলেও রিয়ালকে মুখোমুখি হতে হবে এই অ্যাতলেতিকোর বিপক্ষে। এ ম্যাচকে সামনে রেখে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, আমার চোখ এখন শুধুই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দিকে।
তিনি আরও যোগ করেন, আমরা গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাতলেতিকোকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিলাম। কোয়ার্টার ফাইনালেও অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপার কাছে যেতে চাই। এ ম্যাচে জিততে হলে যা যা করা দরকার আমার শিষ্যরা করবে।
লা লিগার সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে রিয়াল। এইবারকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল আর মালাগার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর