ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ২৫তম জাতীয় যুব হকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
শুরু হচ্ছে ২৫তম জাতীয় যুব হকি

ঢাকা: আগামী ১৫ এপ্রিল থেকে অগ্রনী ব্যাংক ২৫তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা ২০১৫ এর আসর শুরু হতে যাচ্ছে।

দুই ভাগে ভাগ হয়ে মোট ৩৬টি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছে।

নকআউট পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে এ আসরের সমাপ্তি ঘটবে।

এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্ বাংলা ব্যাংক অডিটরিয়ামে রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লি: এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব কাজী সানাউল হক ও ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো: শওকত আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব কাজী মইনুজ্জামান, ও সম্পাদক জনাব জাফরুল আহসান বাবুল ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।