ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন এয়ারকন্ডিশনার প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৫। ’ এই লিগ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
রোববার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বাবুল ও লিগ কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নান সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, আন্তঃজেলা ভলিবল থেকে শুরু করে প্রায় সব ধরণের প্রতিযোগিতায় আমরা পাশে পাচ্ছি ওয়ালটনকে। এবারের ৩৬তম প্রথম বিভাগ ভলিবল লিগেও ওয়ালটনকে পাশে পেয়েছি। সব সময় ভলিবলের পাশে থাকায় ওয়ালটনকে ধন্যবাদ জানাই। ’
পৃষ্ঠপোষক ওয়ালটনের এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ভলিবল মাঠ বর্তমানে সব সময় ব্যস্ত থাকছে। আর এই ব্যস্ত থাকার মানে হচ্ছে বাংলাদেশে ভলিবলের উন্নতি হয়েছে। পুরুষের হোক আর মহিলাদের হোক, আমরা চাই প্রতি মাসেই ভলিবলের টুর্নামেন্ট হোক। বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান। সে কারণে ফাঁকে ফাঁকে আমরা ভলিবলের টুর্নামেন্টগুলো আয়োজন করছি। এই লিগের পরে ভলিবলের বেশ কিছু টুর্নামেন্টের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার থাকব। ওয়ালটন পরিবার সব সময় চেষ্টা করে সবধরণের ফেডারেশনের সঙ্গে থাকতে। সামনে যে ৯ জাতি ভলিবল টুর্নামেন্ট হবে সেটার সঙ্গেও থাকবে ওয়ালটন। ’
এবারের প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নিতে যাচ্ছে আটটি দল। দলগুলো হল- নবজাগরণী সংঘ, ইস্ট এন্ড বয়েজ, সাবলম্বী সোসাইটি, ভাই ভাই সংঘ, উত্তরা এস.সি, মাদারটেক মিতালি সংঘ, ইস্ট এন্ড ক্লাব ও শাহবাগ স্পোর্টস ক্লাব। এই লিগ থেকে রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। আর দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রথম বিভাগে খেলার।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর