ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেব্রেগাসের গোলে চেলসির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ফেব্রেগাসের গোলে চেলসির কষ্টার্জিত জয়

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইংলিশ জায়ান্ট চেলসি। সেস ফেব্রেগাসের একমাত্র গোলে জয় পেয়েছে ব্লুজরা।



এ ম্যাচে শুরু একাদশে চেলসি কোচ হোসে মরিনহো মাঠে পাঠান ইভানোভিচ, চাহিল, জন টেরি, ম্যাটিক, সেস ফেব্রেগাস, রামিরেস, উইলিয়ান, ইডেন হ্যাজার্ড আর দিদিয়ের দ্রগবার মতো সেরা তারকাদের। প্রথম থেকেই ৪-২-৩-১ ফরমেশনে মরিনহো তার শিষ্যদের খেলাতে থাকেন।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৪৫ মিনিটের মাথায় ইভানোভিচ, দ্রগবা আর ফেব্রেগাসের একটি প্রচেষ্টা বাতিল হয়ে যায়। ফেব্রেগাসের শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ফলে, কোনো গোল ঝুলিতে না নিয়েই বিরতিতে যেতে হয় চেলসিকে।

বিরতির পর আবারো গোলের জন্য সুযোগ খুঁজতে থাকে কুইন্স পার্কের ঘরের মাঠে অাতিথ্য নেওয়া চেলসি। তবে, স্বাগতিকদের ডিফেন্স চিড়ে জালের দেখা পায়নি চলতি মৌসুমে অসাধারণ খেলতে থাকা চেলসি।

ম্যাচের বাকি সময়েও যখন আর কোনো গোলের দেখা মিলছিল না, ঠিক তখন চেলসির হয়ে গোল করেন ফেব্রেগাস। ৮৮ মিনিটের মাথায় ইডেন হ্যাজার্ডের অ্যাসিস্ট থেকে দলকে লিড পাইয়ে দেন ফেব্রেগাস। তার একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে মরিনহোর চেলসি।

এ জয়ের পর চেলসির শীর্ষস্থান অটুট রয়েছে। ৩১ ম্যাচ খেলে ২২ জয়ের পাশাপাশি ৭টি ম্যাচে ড্র আর মাত্র দুটি ম্যাচে পরাজয় চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকল মরিনহোর শিষ্যরা। এক ম্যাচ বেশি খেলে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের সংগ্রহ ৬৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।