ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানইউ।
ম্যাচের শুরুতেই লিড নেয় অতিথি হিসেবে খেলতে নামা ম্যানসিটি। আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচের ৮ মিনিটের মাথায় ডেভিড সিলভার অ্যাসিস্ট থেকে গোল করেন আগুয়েরো। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় সিটিজেনরা।
তবে, খুব বেশিক্ষন লিড ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় সমতায় ফেরে ম্যানইউ। স্বাগতিকদের সমতায় ফেরান অ্যাশলে ইয়ং। ২৭ মিনিটের মাথায় লিড নেয় ম্যানইউ। এবারে গোল করতে সহায়তা করেন ইয়ং। দলের দ্বিতীয় গোলটি করেন ফেল্লাইনি। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় ফন গাল শিষ্যরা।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে হুয়ান মাতার গোলে ব্যবধান বাড়ায় ম্যানইউ। ওয়েইন রুনির অ্যাসিস্ট থেকে গোলটি করেন মাতা। ফলে, ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ।
গোল বন্যা এখানেই শেষ নয়। ম্যাচের ৭৩ মিনিটে পুরো ম্যাচে দারুণ ছন্দে থাকা ইয়ংয়ের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোলটি করেন ক্রিস স্মলিং। ফলে, ৪-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৮৯তম মিনিটের মাথায় ব্যবধান কমানো গোল করেন ম্যানসিটির আর্জেন্টাইন তারকা আগুয়েরো। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করতে আগুয়েরো সহায়তা পান পাবলো জাবালেতার।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর