ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম ম্যাচেই জয় চায় রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
প্রথম ম্যাচেই জয় চায় রাসেল ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের প্রথম আসর ফেডারেশন কাপের সেমিতে শেখ জামালের বিপক্ষে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশ ক্লাব ফুটবলের অন্যতম পরাশক্তি শেখ রাসেলের। সেবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচের গতিপথই পাল্টে যায় রাসেলের।

তবে পেশাদার লিগের প্রথম ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছে না ’অল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল।

আজ (সোমবার) কোন ভুল নয়, একটি জয় দিয়েই মৌসুম শুরু করতে মুখিয়ে আছে দলটি। তবে এবারের লিগে ছোট দলগুলোই বেশী আতঙ্ক ছড়াচ্ছে। তাই গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বুঝে শুনেই মাঠে নামতে প্রস্তুত রাসেল। ফেডারেশন কাপে দলের অনেকেই ইনজুরি আক্রান্ত ছিল। কিন্তু লিগে তারা পুরোপুরি ফিট। দেশসেরা অন্যতম ফরোয়ার্ড জাহিদ হাসান, তরুন তুর্কি হেমন্ত ভিনসেন্ট, দেশসেরা স্ট্রাইকার জাহিদ হাসান আর মিঠুন চৌধুরীকে নিয়ে গড়া দল শেখ রাসেল কোন দিক দিয়েই পিছিয়ে নেই। তার পরেও ছোট ছোট দলগুলোকে এবারের লিগে সমীহ করেই খেলতে হচ্ছে জায়ান্ট দলগুলোর।

কারণ গত মঙ্গলবার ঐতিহ্যবাহী আবাহনীকে রুখে দেয় জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ (২-২)! আর নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই করেই শেষ সময়ে দলটি পরাজিত হয় শেখ জামালের বিপক্ষে। আর শেখ রাসেলের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন নিজেদের প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করে টিম বিজেএসির সঙ্গে।

আর এ ম্যাচের আগেই ব্রাদার্সের ম্যানেজার আমের খানও ইঙ্গিত দিয়ে রেখেছে লড়াইয়ের। তিনি বলেন , ‘প্রথম ম্যাচের ফলাফলে আমরা খুশি নই। রাসেলের বিপক্ষে ম্যাচে আমরা জয়ের ধারায় ফিরতে চাই। শেখ রাসেল বড় দল। কিন্তু ব্রাদার্সও কোন অংশে ছোট নয়। গত মৌসুমে আমরাই অপরাজেয় শেখ রাসলেকে হারিয়েছিলাম। '  

ওদিকে রাসেলের খেলোয়াড় জাহিদ হোসেন জানালেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। এই ম্যাচে স্বাভাবিক খেল‍া খেলতে পারলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছি না। তবে প্রথম ম্যাচ বলেই পূর্ন সতর্কতার সাথে মাঠে নামবো। '

দলের সবাই এই মুহূর্তে ফিট আছে। দলে কারোই ইনজুরি সমস্য নেই। ইতিহাস বলছে অভিজ্ঞ কোচ নইমুদ্দিনের ব্রাদার্সের বিপক্ষে খানিকটা বুঝে শুনেই খেলতে হবে দ্রাগান দুকানোভিচের শিষ্যদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকলে ৪.১৫ মিনিটে ব্রার্দ্রাসের বিপক্ষে মাঠে নামবে অল ব্লুজরা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্ট‍া, ১৩ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।