ঢাকা: চুক্তি নবায়ন না হলে দানি আলভেজকে এ মৌসুম শেষেই বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে পাড়ি দিতে হবে। কিন্তু, যেখানে খেলে তারকাদ্যুতি ছড়িয়েছেন সেখান থেকে চলে যেতে কি মন চায়? তাইতো এখন পর্যন্ত অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে যাননি বলে নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার আলভেজ।
২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় যোগ দেন আলভেজ। ধীরে ধীরে স্প্যানিশ জায়ান্টদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হন। তবে, ৩১ বছর বয়সেই যে ন্যু ক্যাম্প ছাড়ার শঙ্কায় ভুগবেন এটা কি তিনি নিজেও ভেবেছিলেন! কাতালানরাও বোধহয় তাকে আর রাখতে চায় না। কারণ, এখন পর্যন্ত তারা চুক্তি নবায়নের জন্য সম্মানজনক কোনো প্রস্তাব দেয়নি। সম্প্রতি নতুন চুক্তির প্রস্তাব দিলেও তা অসন্তোষজনক বলে দাবি করেন এ রাইটব্যাকের এজেন্ট দিনোরাহ সান্তা আনা।
এক সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘আমার এ মুহূর্তে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা নেই। বার্সার হয়ে সফলভাবে এ মৌসুম শেষ করতে চাই। ন্যু ক্যাম্পে আমি বেশ সুখেই আছি। তাই অন্য কারো সঙ্গে চুক্তি করিনি। ’
ব্রাজিলিয়ান ডিফেন্ডার আরও বলেন, ‘বার্সার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এই ক্লাবটি আমার জীবনটাই বদলে দিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ যদি আমাকে রাখতে না চায় তাহলে বিকল্প চিন্তা করব। এখন কাতালানদের হয়ে ভালোভাবে মৌসুম শেষ করার দিকেই দৃষ্টি রাখতে চাই। মৌসুম শেষ হলেই ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ’
বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএম