ঢাকা: রবার্তো কার্লোসের সেই ট্রেডমার্ক কিক, লম্বা থ্রো আর গতিময় ছুটোছুটি বিশ্বফুটবল প্রেমীরা কখনোই ভুলবেন না। ব্রাজিলের সাবেক এ ফুটবল তারকা তার স্বপ্নের একাদশের কথা জানিয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগের জন্য বাছাই করা ফুটবলারদের মাঝে কার্লোসের একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। জায়গা পাননি বর্তমান ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা জ্লাতান ইব্রাহিমোভিচ, লুইস সুয়ারেজ, নেইমার, ফার্নান্দো তোরেস আর থমাস মুলারের মতো তারকারা।
কার্লোসের চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা পেয়েছেন বিশ্বফুটবলের মহা তারকারা। তিনি গোলরক্ষক হিসেবে রেখেছেন ইকার ক্যাসিয়াসকে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ক্যাসিয়াসের প্রসঙ্গে কার্লাস বলেন, সে ফুটবল ইতিহাসের সেরা গোলরক্ষক।
রবার্তো কার্লোসের একাদশে ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন কাফু, পাওলো মালদিনি আর ফ্যাবিও কানাভারো। এছাড়া তিনি নিজেও ডিফেন্ডার হিসেবে তার একাদশে থেকেছেন।
গত ১০ এপ্রিল ৪২ বছরে পা রাখা কার্লোস তার একাদশে মিডফিল্ডার হিসেবে রেখেছেন ক্লারেন্স সিডর্ফ, ক্লদি মাকেলেলে আর জিনেদিন জিদানকে।
স্ট্রাইকার হিসেবে রবার্তো কার্লোসের একাদশে ঠাঁই হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো আর রোনালদিনহোর। ব্রাজিলের এ দুই তারকার মাঝে কার্লোস আক্রমণভাগে রেখেছেন লুইস ফিগোকে।
সাও পাওলোতে জন্ম নেয়া কার্লোস বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন ৫৭৩টি ম্যাচ। রিয়ালের হয়ে ইন্টার মিলানের সাবেক এ ফুটবলার খেলেছেন ৩৭০ ম্যাচ। ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি মাঠে নামেন ১২৫টি ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৫
এমআর