ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিরোপা উদযাপনে দৃষ্টি হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
শিরোপা উদযাপনে দৃষ্টি হ্যাজার্ডের এডেন হ্যাজার্ড

ঢাকা: চার মৌসুম পর আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চেলসি। কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারানোর মধ্য দিয়ে তা আরো জোড়ালো হলো।

লিগ শিরোপা জয়ের উদযাপনে মাততে সবাই অনেকটা প্রস্তুত বলে জানান চেলসির তারকা মিডফিল্ডার এডেন হ্যাজার্ড।

গতকাল (১২ এপ্রিল) রাতে কিউপিআর’র বিপেক্ষে খেলার ৮৮ মিনিটে সেস ফ্যাব্রিগাসের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। এ মৌসুমে ব্লুজদের সামনে রয়েছে অ‍ারো সাত ম্যাচ। এক ম্যাচ কম খেলেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে ব্লুজরা।

সর্বশেষ ২০০৯-২০১০ মৌসুমে ইংলিশ লিগের চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এ মৌসুমে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে আর কয়েকটা ম্যাচ শেষেই ব্লুজদের পঞ্চম শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

এক সাক্ষাৎকারে হ্যাজার্ড বলেন, ‘আমরা শিরোপা জয়ের কাছাকাছি পর্যায়ে আসলেও সামনে এখনো কয়েকটি কঠিন ম্যাচ আছে। তবে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে মাততে মুখিয়ে আছি। কিন্তু, এখনো তা পুরোপুরি নিশ্চিত নয়। ’

এ বেলজিয়ান ফুটবলার উল্লেখ করেন, ‘প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতা করাটা যে কঠিন তা আমরা সবাই জানি। পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও যেকোনো মুহূর্তে গতিপথ বদলে যাওয়ার শঙ্কা থাকে। সামনে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা রয়েছে। এ দু’টি ম্যাচ জিততে পারলেই আমাদের লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। ’

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচ শেষে ২২ জয়, সাত ড্র ও দুই পরাজয়ে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে চেলসি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে, ম্যানইউ (৬৫) তিনে ও ম্যানসিটি (৬১) চার নম্বর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।