ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এ সময়ের সেরা ফুটবলার মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এ সময়ের সেরা ফুটবলার মেসি

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ফ্রেঞ্চ চ্যাম্পিয়্ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এ ম্যাচে বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি হুঁমকির কারণ হতে পারে বলে সতীর্থদের সাবধান করে দিলেন পিএসজি তারকা এডিনসন কাভানি।



পিএসজি বাস্তাইয়ের বিপক্ষে ৪-০ গোলে জিতে ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা শিরোপা কাপ ডি লা লিগা জিতে নেয়। এর আগে ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে কাতালানদের হারিয়েছিল। তবে ন্যু ক্যাম্পে লরা ব্লার শিষ্যদের ৩-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়।

এদিকে উরুগুইয়ান এ তারকা বার্সার বিপক্ষে জিতে ১৯৯৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজিকে দেখতে চান।

এক সাক্ষাৎকারে কাভানি বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। বার্সা বর্তমান বিশ্বের সেরা একটি ক্লাব। আর মেসি এই সময়ের সেরা ফুটবলার। তাদের বিপক্ষে খেলাটা সব সময়ই রোমাঞ্চকর। আমরা গ্রুপ পর্বে তাদের বিপক্ষে জিতেছিলাম। তাই এবারও সেরাটা দেয়ার চেষ্টা করব। ’
 
এর আগে শেষ আটে উঠতে ইংলিশ ক্লাব চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২-২ গোলে ড্র করে পিএসজি। অ্যাওয়ে গোলের সুবাদে বার্সার বিপক্ষে জায়গা করে নেয় দলটি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।