ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

ফন গালের প্রতি কৃতজ্ঞ ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, এপ্রিল ১৩, ২০১৫
ফন গালের প্রতি কৃতজ্ঞ ইনিয়েস্তা আন্দ্রেস ইনিয়েস্তা

ঢাকা: বার্সেলোনার মূল দলে আন্দ্রেস ইনিয়েস্তার অভিষেক হয়েছিল ২০০২ সালে। কাতালানদের তৎকালীন কোচ ছিলেন লু্ইস ফন গাল।

ন্যু ক্যাম্পে বার্সার হয়ে মাঠে নামার সুযোগ করে দেওয়ায় গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইনিয়েস্তা।

দুই ধাপে বার্সার কোচের দায়িত্বে ছিলেন ফন গাল। প্রথমে ১৯৯৭-২০০০ এবং পরের বার ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের তদারকি করেন। এ সময়ে কাতালানদের দু’টি লিগ শিরোপা, একটি করে কোপা দেল রে ও উয়েফা  সুপার কাপের শিরোপা এনে দেন।

২০১৪ ফুটবল বিশ্বকাপ শেষে নেদারল্যান্ডসের কোচের পদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন ৬৩ বছর বয়সী এ ‍ডাচ কোচ।

এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘ম্যানইউর কোচ ফন গালের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তার মাধ্যমেই বার্সার হয়ে আমার স্বপ্নের অভিষেক হয়েছিল। এই ক্লাবের হয়ে অভিষেক ম্যাচটা আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে। ’

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার উল্লেখ করেন, ‘বার্সার হয়ে অনেক সফলতা পেলেও ২০০৫ সালের লিগ শিরোপা ও ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতাটা স্মরণীয় হয়ে থাকবে। চ্যাম্পিয়নস লিগের ঐ আসরে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে চেলসির বিপক্ষে করা শেষ মিনিটের গোলটি আমার ক্যারিয়ারের একটি অবিশ্বাস্য মূহুর্ত। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।