ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভুলের পুনরাবৃত্তি করবে না রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
ভুলের পুনরাবৃত্তি করবে না রিয়াল মাদ্রিদ ছবি : সংগৃহীত

ঢাকা: আগামীকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ‍অ্যাতলেটিকো মাদ্রিদ। আর এ ম্যাচে সতীর্থদের সাবধান করে রিয়াল ডিফেন্ডার পেপে জানিয়েছেন, অ্যাতলেটিকোর বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।



সম্প্রতি স্প্যানিস দুই জায়ান্ট দলের মধ্যে ডার্বি ম্যাচে কার্লো আনচেলত্তির শিষ্যরা পিছিয়ে আছে। লা লিগার দু’বারের দেখাতেই হেরেছে লস ব্লাঙ্কসরা। পরবর্তীতে কোপা দেল রে’র শেষ ষোলো’র দেখায়ও হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

আর সর্বশেষ অ্যাতলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ৪-০ গোলে হেরে লজ্জায় পড়ে রিয়াল।

তবে একই মাঠে এবারের খেলার চিত্রটি ভিন্ন রকম হবে বলে মনে করেন পেপে। পর্তুগিজ এ ডিফেন্ডার বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন একটি ম্যাচ, তবে ম্যাচটি তাদের জন্যও সহজ হবে না। ’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, অ্যাতলেটিকোর বিপক্ষে পূর্বে যেসব ভুল করেছিলাম এবার তার পুনরাবৃত্তি হবে না। আমরা বর্তমানে মানসিক ভাবে তাদের থেকে এগিয়ে আছি। তাই ম্যাচেও আমরা নিজেদের সেরাটা দিয়ে জিততে সক্ষম হব। ’

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।