ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রিকেটের পর ফুটবল বিশ্বকাপেও কিউই-অজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
ক্রিকেটের পর ফুটবল বিশ্বকাপেও কিউই-অজি ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ২০২৬ অথবা ২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে তৎপরতা চালাচ্ছে অস্ট্রেলিয়া। আর প্রতিবেশী দেশটির সঙ্গে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এ আসরটি আয়োজনে যৌথভাবে থাকতে চায় নিউজিল্যান্ডও।



একমাত্র ওশানিয়া অঞ্চলেই এখন পর্যন্ত বিশ্বকাপের কোন আসর বসেনি। এছাড়া পুরো বিশ্বব্যাপী ফুটবলের এ আসরটি সমর্থকদের উল্লাস দেখেছে। তবে অস্ট্রেলিয়ার নয়নাভিরাম সৌন্দর্য ও দারুণ খেলার পরিবেশ থাকা স্বত্তেও ২০২২ বিশ্বকাপ আয়োজনে কাতারের কাছে তাদের হারতে হয়।

এদিকে সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ আসর একাদশ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সফলতার সঙ্গে আসরের সবক’টি খেলা আয়োজন করে তাসমান পাড়ের দেশ দুটি। তাই এবার ফুটবল বিশ্বকাপ আয়োজনেও আশাবাদী নিউজিল্যান্ড।

এর আগে ২০১১ সালে রাগবি বিশ্বকাপ আয়োজন করেছিল কিউইরা। আর সে সময়ের নেতৃস্থানীয় ক্রীড়া প্রশাসক সাবেক কিউই ক্রিকেটার মার্টিন সেনডেন এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের ব্যাপারে চিন্তা করছি। আর আমরা এ ব্যাপারে প্রস্তুতিও নিচ্ছি। এটা একটি দেশের অনেক বড় একটি স্বপ্ন। তাই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ’

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।