ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

মেসি, রোনালদো, দ্রগবাই সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, এপ্রিল ১৩, ২০১৫
মেসি, রোনালদো, দ্রগবাই সেরা মেসি, দ্রগবা ও রোনালদো

ঢাকা: এ সপ্তাহেই বার্সেলোনার হয়ে নিজের ৩০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন ক্লাবটির ডিফেন্ডার জেরার্ড পিকে। আর এমন মাইলফলকে পাঁ দেয়ার আগে স্প্যানিস এ তারকা জানালেন, বর্তমান বিশ্ব ফুটবলে দিদিয়ের দ্রগবা, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোই সেরা স্ট্রাইকার।



কাতালান এ সেন্টার ব্যাকের ফুটবলের হাতেখড়ি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে ২০০৮ সালে ওল্ড ট্রাফোড ছেড়ে ক্যাম্প ন্যু’তে পাড়ি জমানো পিকে পরবর্তীতে নিজেকে বিশ্ব সেরা ডিফেন্ডার হিসেবে গড়ে তোলেন।

পিকে বার্সার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা শিরোপা জিতেছেন। তাকে এ খেলোয়াড়ি জীবনে প্রচুর স্ট্রাইকারের মুখোমুখি হতে হয়েছে।

এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আমি বার্সায় নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আর এখন এটা চিন্তা করতেই রোমাঞ্চকর মনে হয় যে, আমি দলটির হয়ে ৩০০তম ম্যাচ খেলতে যাচ্ছি। ’

তিনি আরও বলেন, ‘আমি কাতালানদের হয়ে সবক’টি শিরোপাই জিতেছি। এই শিরোপার লড়াইয়ে আমাকে সেরা দল ও সেরা ফুটবলারের বিপরীতে লড়তে হয়েছে। তবে তাদের মধ্যে দ্রগবা, রোনালদো ও অনুশীলনে মেসির কথাই আমি উল্লেখ করবো। ’

লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সা। এবার লুইস এনরিকের শিষ্যরা কোপা দেল রে’র ফাইনালে অ্যালেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে। আর আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে লড়বে মেসিরা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।